ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় মানবপাচারকারী সন্দেহে ২ বাংলাদেশি গ্রেফতার

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
মালয়েশিয়ায় মানবপাচারকারী সন্দেহে ২ বাংলাদেশি গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: মানবপাচারকারী সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ। এ সময় একই সন্দেহে মায়ানমারের সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৩০ জুন) মালয়েশিয়ার কেদাহ অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর-জেনারেল তান শ্রী খালিদ আবু বাকার জানান, মানবপচারকারী সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খাতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, গত মে মাসে আট বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মানবপাচারকারী সন্দেহে মে মাস থেকে জুন মাস পর্যন্ত প্রায় ১৯ জন দালালকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গত ২০ জুন এক মালয়েশিয়ানকে এন্ট্রি-ট্রাফিকিং আইনে দণ্ডিত করা হয়েছে। পুলিশ জানায়, মানবপাচারকারীরা নৌকা ব্যবহার করে মাঝ সমুদ্র থেকে মালয়েশিয়ার লাংকাউই দ্বীপে মানবপাচার করতো।

তান শ্রী খালিদ জানান, মানবপাচার রোধে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। টিমটি থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে এখনও অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, মানবপাচার হলো একটি আধুনিক প্রজন্মের দাস প্রথা এবং শাস্তিমূলক অপরাধ। এটি সব আইন, মানবতা ও ধর্মের বিরুদ্ধে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরামর্শও দিয়েছেন ইন্সপেক্টর-জেনারেল তান শ্রী খালিদ।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ