ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ফুটবলে জয়ের আশা বাংলাদেশের

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
মালয়েশিয়ায় ফুটবলে জয়ের আশা বাংলাদেশের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: সাত মাস পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এবার কোনো টুর্নামেন্ট নয়, প্রীতি ম্যাচ।

শনিবার (২৯ অগাস্ট) মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়া দলটি ছিল অনূর্ধ্ব-২৩। এ প্রীতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লড়বে মালয়েশিয়ার জাতীয় দল। ফলে লড়াইটা হবে বেশ জমজমাট, তা সহজেই অনুমেয়। তবে জয়ই চাচ্ছে বাংলাদেশ। আর জয় পেলে দু’টি লক্ষ্য পূর্ণ হবে। ১. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে নিজেদের চাঙ্গা করা, ২. বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে হারের শোধ তোলা।

আগামী ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটি তাই প্রস্তুতির দারুণ উপলক্ষ্য।

তবে মালয়েশিয়া দলকে বেশ শক্তিশালী বলেই মানছেন বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্রুইফ বলেন, আমরা এখানে এসেছি বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি সারতে। ফলে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া শক্তিশালী দল। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ও ম্যাচ ভিডিওতে আমি তাদের দেখেছি। এছাড়া এবার দলে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার যোগ দিয়েছেন। ফলে মালয়েশিয়া আগের চেয়ে আরও শক্তিশালী দলে পরিণত হয়েছে। ফলে ম্যাচটি দুই দলের জন্যই বেশ কঠিন হবে।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের আশা থেকে পিছু হটছেন না। তিনি বলেন, ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে। আমি মালয়েশিয়ার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। এদের শক্তি সম্পর্কে আমি জানি। তবে এ দলটি ক্রমাগত উন্নতি করেছে। সম্প্রতি কিছু সিনিয়র প্লেয়ার অন্তর্ভূক্ত হওয়ায় তাদের দলের শক্তি আরও বেড়েছে। তবে আমরা সেরাটা দেওয়ারই চেষ্টা করব। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ম্যাচটি জিতে উজ্জীবিত হতে চাই এবং দেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনতে চাই।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে মালয়েশিয়ার স্যাটেলাইট চ্যানেল অ্যাস্ট্রো অ্যারেনা চ্যানেল ৮০। ম্যাচ শেষে আগামী ৩০ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মামুনুলরা।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ