ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে আরো ৯ বাংলাদেশি ফিরছেন বুধবার

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মালয়েশিয়া থেকে আরো ৯ বাংলাদেশি ফিরছেন বুধবার

মালয়েশিয়া: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৭১৬ জনের মধ্যে ৮ দফায় দেশে ফিরেছেন ৫শ’ বাংলাদেশি। এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর ) দেশে ফিরবেন আরো ৯ বাংলাদেশি।



মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে বুধবার দেশে ফিরবেন ৯ বাংলাদেশি।
 
এই নয় জন হলেন- যশোরের মোহাম্মদ ইসলাম, একই জেলার এবাদ আলীর ছেলে মোহাম্মদ আজিম, গফুর সর্দারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, ঝিনাইদহের আব্দুর সাত্তারের ছেলে মোহাম্মদ মনোয়ার হোসেন, কক্সবাজারের নুরুল আলমের ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার মোহাম্মদ বজলির ছেলে মোহাম্মদ আলিম, সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী আমজাদ, নরসিংদীর মনু মিয়ার ছেলে মোহাম্মদ আপোস এবং একই জেলার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফারুক।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চলতি বছরের ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ