ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় নতুন কর কাঠামোতে ক্ষুব্ধ শিল্প মালিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মালয়েশিয়ায় নতুন কর কাঠামোতে ক্ষুব্ধ শিল্প মালিকরা

কুয়ালালামপুর: হঠাৎ শ্রমিকদের বার্ষিক কর বাড়ানোর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে মালয়েশিয়ার শিল্প মালিকরা। অর্থনৈতিক মন্দাবস্থায় এ ধরনের বাড়তি চাপ ব্যবসায় বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।



সোমবার (পহেলা ফেব্রুয়ারি) মালয়েশিয়াকিনিতে প্রকাশিত এক বিবৃতিতে শিল্প মালিকদের সংগঠন এফএমএম বলেছে, ইতোমধ্যে সরকার বিদেশি শ্রমিকদের জন্য যে নতুন কর কাঠামো ঘোষণা করেছে, সেটা হতাশাজনক। সরকার এ ক্ষেত্রে শিল্প মালিকদের অবস্থা বিবেচনা করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে অর্থনৈতিক মন্দার কারণে উৎপাদনকারীর অবস্থা খারাপ। এখন ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়েছে। জ্বালানির উচ্চ মূল্য, কাঁচামালের মূল্যের ঊর্ধ্বগতি, বিক্রির নিম্নহার এবং রিঙ্গিতের পড়তি মূল্যের কারণে এখন সর্বনিম্ন মজুরি দিয়েও ব্যবসায়ীদের নাভিঃশ্বাস উঠে যাচ্ছে। সরকারের উচিৎ এখন ব্যবসায় স্থিরতা অানা এবং অর্থনৈতিক স্থিরতা আসার পরই এ ধরনের পদক্ষেপ নেওয়া।

এর আগে রোববার (৩১ জানুয়ারি) সারওয়াকের ইউনিভার্সিটি কলেজ অব টেকনোলজি’তে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি নতুন কর কাঠামোর কথা জানান।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমএন/এটি

** কারখানা-কনস্ট্রাকশনে ২৫০০ ও প্লান্টেশনে ১৫০০ রিঙ্গিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ