ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে শতাধিক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
কুয়ালালামপুরে বিশেষ অভিযানে শতাধিক আটক ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ সারাদেশে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে বিশেষ অভিযান।

গত শনিবার (২৩ জুলাই) সেন্ট্রাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর পুলিশ বিভাগ এই অভিযান পরিচালনা করে।

নগর উপ পুলিশ প্রধান দাতুক আব্দুল হামিদ মো. আলি বলেন, দুপুর ২টা থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে ২৭১ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

অভিযানে ইমিগ্রেশন বিভাগ, রেলা, ইউএনএইচসিআর, সিভিল ডিফেন্স বিভাগ এবং কুয়ালালামপুর সিটি হলও অংশ নেয়।

হামিদ বলেন, পুলিশের কাছে অভিযোগ রয়েছে অভিবাসীরা এই এলাকাকে বসবাস এবং চলাচলের অনুপযোগী করে তুলেছেন। সেন্ট্রাল মার্কেট থেকে মসজিদ জামেক পর্যন্ত এলাকায় অবৈধ বাংলাদেশি, নেপালি, মায়ানমারের অভিবাসীরা আড্ডা দেন।

হামিদ বলেন, পুলিশ চায় স্থানীয়রা যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে তাদের নিজের শহরের পথে চলতে পারেন।
অধিকতর যাচাইয়ের জন্যে আটকদের জালান হাং তুয়াহতে পুলিশ হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।

এদিকে, রোববারও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অভিযানের খবর পাওয়া গেছে। তবে সরকারের তরফ থেকে আটকের কোনো সংখ্যা পাওয়া যায়নি।

কুয়ালালামপুরে পাসার সেলায়াং, পাসার পুডু, পাসার চকেট, পাসার সেনি, বুকিট বিনতাং, মসজিদ ইন্ডিয়া, মসজিদ জামিক এল আরটি, হসপিটাল কুয়ালালামপুর, কুয়ালালামপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ও সেন্ট্রাল এরিয়া, হাং তোয়াহ, পুডু সেন্ট্রাল ও টিবিএস বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হচ্ছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি ইমিগ্রেশন আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন রাজু বাংলানিউজকে বলেন, এটি স্মরণকালের অন্যতম বড় অভিযান। শহরের আমপাং পয়েন্ট, কোতারায়া, মসজিদ জামেকসহ বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে প্রবাসী বাংলাদেশিদের বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমএন/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ