ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশীয়দের কাঁদিয়ে অলিম্পিকে ইন্দোনেশিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
মালয়েশীয়দের কাঁদিয়ে অলিম্পিকে  ইন্দোনেশিয়া ছবি: সংগৃহীত

কুয়ালালামপুর: বুধবার দিনগত রাতে মালয়েশীয়দের চোখ ছিলো টিভি পর্দায়। ব্রাজিলের রিওডিজেনেরিওয়ে অনুষ্ঠিত অলিম্পিকে এ পর্যন্ত মালয়েশিয়ার প্রাপ্য এক রৌপ্য ও এক ব্রোঞ্জ।

মালয়েশিয়ার অলিম্পিক ইতিহাসে প্রথম স্বর্ণ জয়ের হাতছানি দিচ্ছিলো ব্যাডমিন্টনের মিক্সড ডাবল ফাইনালে। তবে সে প্রত্যাশায় গুড়িবালি দিয়েছে ইন্দোনেশিয়া।

স্বাধীনতা দিবস উদযাপনের দিনে ইন্দোনেশিয়াকে অলিম্পিকে স্বর্ণ এনে দিলেন দেশটির তন্তই আহমেদ ও লিলিয়ানা নাৎসির।

ইন্দোনেশিয়ার দলের কাছে দাঁড়াতেই পারেনি মালয়েশীয় যুগল। ২১-১৪ ও ২১-১২ এর সরাসরি সেটে পরাজিত হন মালয়েশিয়ার চান পেং সুন ও গোহ লিউ ইং।

ফলে মালয়েশিয়ার অলিম্পিকে স্বর্ণ জয়ের আরও একটি সম্ভাবনা ব্যর্থ হলো।

তবে এখনও আশা ছাড়েন নি মালয়েশিয়ার মানুষ। আগামী ১৯ অ‍াগস্ট ছেলেদের দ্বৈত গ্রুপের ফাইনালে লড়বেন দেশের দুই তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় গোহ ভি সেম ও তন উই কিওং। তাদের প্রতিপক্ষ শক্তিশালী চীন।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ