ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ট্যাংকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
মালয়েশিয়ায় ট্যাংকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কুয়ালালামপুর: মালয়েশিয়ার মালাক্কা স্টেটে কাম্পুং চিনাতে সুয়ারেজ ট্যাংকে পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার কাজে গিয়ে আহত হয়েছেন মালয়েশীয় ফায়ার সার্ভিসের ৮ কর্মী।

২৫ আগস্ট (বৃহস্পতিবার) নির্মাণ সাইটে স্যুয়ারেজ ট্যাংকে পড়ে মৃত্যু হয় ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিকের। তবে ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ট্যাংকে পড়া বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করতে গিয়ে মিথেন গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন ফায়‍ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মালাক্কার ফায়ার অ্যান্ড রেসক্যু বিভাগের সহকারী পরিদর্শক (অভিযান) কামরুজ্জামান মোহাম্মদ দ্বিন বলেন, ট্যাংকে মিথেন গ্যাসে দম আটকে ওই শ্রমিকের মৃত্যু হয়।

‘আর দ্রুত ট্যাংক থেকে বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় উদ্ধারকর্মীদের। ’

মালাক্কা তেনগাহ পুলিশের প্রধান সহকারী কমিশনার শেখ আব্দুল আজিজ বলেন, এটিকে দুর্ঘটনায় মৃত্যু হিসেবেই দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এমএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ