ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিবাদে বাংলাদেশি খুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
মালয়েশিয়ায় বিবাদে বাংলাদেশি খুন প্রতীকী ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিবাদের জের ধরে খুন হয়েছেন ২৮ বছর বয়সী এক বাংলাদেশি। তবে তার পরিচয় নিশ্চিত করেনি স্থানীয় পুলিশ।

রোববার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান ওয়াল্টার গ্রেনিয়ারে খুন হন তিনি।

স্থানীয় পুলিশের সহকারী কমান্ডার মোহাম্মদ সুকরি কামান বলেন, সকালে একটি বিবাদে একজনের জখম হওয়ার খবর পেয়ে জালান ওয়াল্টার গ্রেনিয়ারে ছুটে যায় পুলিশ।

ততক্ষণে অবশ্য অ্যাম্বুলেন্সযোগে জখম ওই বাংলাদেশিকে কুয়ালালামপুর হাসপাতালে (এইচকেএল) নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি মারা গেছেন।

খুনের কারণ ও ধরন সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ। কারও কাছে এ বিষয়ে তথ্য থাকলে দাং ওয়াঙ্গি পুলিশের নিয়ন্ত্রণকক্ষে ০৩-২৬৯৭৭০৯৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন সুকরি কামান।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ