রোববার (১৪ জানুয়ারি) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি শ্রমিকদের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এ কথা বলেন।
রানী রাসিয়াহ বলেন, মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের যে নির্যাতন চিত্র আমরা দেখতে পাই, তার জন্য একমাত্র দায়ি বাংলাদেশি ও মালয়েশিয়ান এজেন্টরা।
এর বক্তব্য দেন মালয়েশিয়ার সংসদ সদস্য ড. জেয়া কুমার দেবারাজ। তিনি তার বক্তব্যে মালয়েশিয়ানদের ব্রিটিশ আমল ও বর্তমান অবস্থার তুলনামূলক চিত্রসহ দেশটির মাথাপিছু আয়, শিক্ষা, কর্মসংস্থান, পুষ্টি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিশদ আলোচনা করেন।
এসময় গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, বিশ্ববিদ্যালয়ের আইন, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫, জানুয়ারি ১৪, ২০১৮
ওএইচ/