ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া অর্থমন্ত্রীকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
মালয়েশিয়া অর্থমন্ত্রীকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি মালয়েশিয়ার অর্থমন্ত্রী লিম গুয়ান ইংকে, ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার অর্থমন্ত্রী লিম গুয়ান ইংকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়ছেন দেশটির আদালত।

সোমবার (০৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, দুই বছর আগে ২০১৬ সালে অর্থমন্ত্রী লিম গুয়ান ইংকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

সেটি বিচারক সৈয়দ ইসমাইল খারিজ করে দিয়েছেন।

দুর্নীতির অভিযোগে বলা হয়, পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে বাজার মূল্যের থেকেও কম দামে একটি দোতলা বাংলো অধিগ্রহণ করেন।

সেসময় লিম একজন ঊধ্বর্তন বিরোধীদলীয় নেতা ছিলেন। অভিযোগ রয়েছে, নাজিব রাজাকের সরকারের সময় রাজনৈতিকভাবে হেনস্তার জন্য তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

চলতি বছরের মে মাসে মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় সাবেক ব্যাংকার ও চ্যাটার্ড অ্যাকাউনটেড লিম গুয়ানকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। এর আগে তিনি দেশটির দ্বিতীয় ধনী রাজ্য পেনাংয়ের মুখ্যমন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ