ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নের কোনাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  

বুধবার (৩০ নভেম্বর) বাদ আসর স্থানীয় পূর্ব কোনাপাড়া বায়তুন নূর নূরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে এ সম্মাননা দেওয়া হয়।

এদিন সকালে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সন্তান, নাতিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গিয়েছেন।  

রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানকারী দলের নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।  

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।  

এদিকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড। এক বিবৃতিতে তারা জাতির এই শ্রেষ্ঠ সন্তানের রুহের মাগফেরাত কামনা করেন।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।