ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেড়লাখ টাকার জালনোটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
দেড়লাখ টাকার জালনোটসহ আটক ১

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ (১ লাখ ৪৭ হাজার) টাকার সমমূল্যের জাল নোটসহ আরমান হোসেন জাহাঙ্গীর (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সদস্যরা তাকে আটক করেছে।


র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, আটক জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।