ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে তরুণীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
মাধবপুরে তরুণীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এস এম নাসিম রেজা এ রায় দেন।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মোস্তফা মিয়া (৩৫)।

ট্রাইব্যুনালের পেশকার ফজলু মিয়া বাংলানিউজকে জানান, ২০১৯ সালে শহিদ মিয়া ও মোস্তফা মিয়া এক তরুণীকে ধর্ষণ করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর দুজনকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।