ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোমরা বন্দরে ভারতীয় গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
ভোমরা বন্দরে ভারতীয় গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা: ভ্রমণ শেষে দেশে ফেরার পথে ভারতের ঘোজাডাঙ্গায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আশুতোষ গাইন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে।  

রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিং এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশুতোষ গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিয়া জানান, আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর ভোমরা বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যান। রোববার বিকেলে তিনি দেশে ফেরার উদ্দেশে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় রপ্তানিকৃত পণ্য ভর্তি একটি কাভার্ডভ্যান তাকেসহ দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশুতোষের মৃত্যু হয়।  

আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের মরদেহ দেশে আনা হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।