ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৩ দিন পর মিললো কলেজছাত্রীর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
নিখোঁজের ৩ দিন পর মিললো কলেজছাত্রীর  লাশ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের ৩দিন পর কলেজছাত্রী পারভীন আক্তারকে (১৯) মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারটালা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানার পুলিশ।

 

পারভীন আক্তার ওই এলাকার মৃত আহাম্মদ আলীর মেয়ে। সে বড়চৌনা কুতুবপুর জি.কে কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, পারভীন আক্তার গত ৩দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে পারভীনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে- এটি পরিকল্পিত হত্যা। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।