ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
আগৈলঝাড়ায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার (৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম মোল্লাপাড়া, ঐচারমাঠ বিল ও খালে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে।

পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করা হয়।

সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।