ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
সাতক্ষীরায় গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় আব্দুল জব্বার সরদার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের পলাশপোল এলাকার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে।

নিহত আব্দুল জব্বার সরদার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া গ্রামের হাশেম আলী সরদারের ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল জব্বার ভ্যান চালিয়ে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে নারিকেলতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে পৌঁছুলে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান চালক আব্দুল জব্বার। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ঘাতক পরিবহনটি আটক করা সম্ভব হলেও চালক ও সুপারভাইজার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।