ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
বরগুনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ করুনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ উপহার দিয়েছে স্থানীয় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা।

স্কুলের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ভাইস চেয়াম্যান মো. আব্দুস ছোবাহান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিজাম উদ্দীন ও শওকাতুল আলম পান্না মৃধা।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বেতাগী নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন শামীম সিকদার, বরগুনা প্রেসক্লাবের সদস্য শাহ আলী প্রমুখ।

অবহেলিত প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা স্কুল ড্রেস ও শীতবস্ত্র পেয়ে আনন্দিত।

কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের এ সেচ্ছাসেবী সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি থেকে গত তিন বছরে বরগুনার বিভিন্ন জায়গায় মসজিদ, মাদরাসা ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।