ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানের ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
বান্দরবানের ফাইতং ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আর নেই

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জালাল উদ্দিন কোম্পানি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (০৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন মসজিদ, মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।

এদিকে তার মুত্যুতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুকসহ আরও অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।