ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে দুই অপহরণকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
যাত্রাবাড়ীতে দুই অপহরণকারী গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রাজু আহমেদ (২১) ও মো. সুমন (১৮)।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আটক রেখে নির্যাতন করত। একইসঙ্গে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।