ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ: ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত‍্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।

এ সময় সংগঠনের যুগ্ম আহবায়ক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ‍্যাডভোকেট এমএ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর শ্রমিকদলের সভাপতি দুলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইমতিয়াজ রুমন প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, গ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না। স্বৈরাচারী শাসনের পতন নিশ্চিত। অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।