ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নয়াপল্টনে সংঘর্ষ, রমনায় আরেক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
নয়াপল্টনে সংঘর্ষ, রমনায় আরেক মামলা ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডিএমপির রমনা থানায় আরো একটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইন, বেআইনি সমাবেশ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে মামলাটি করা হয়।

এ মামলায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাতুল ইসলাম শ্রাবণকে প্রধান আসামি করে ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো অনেককে মামলায় আসামি করা হয়।

মামলার বাদী রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ওসমান মাসুম।

ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রমনা থানায় দায়েরকৃত মামলায় ১৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, মতিঝিল ও রমনা থানায় পৃথক চারটি মামলা করলো পুলিশ।

মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এতে বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০০-২০০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এছাড়া নাশকতার অভিযোগ এনে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় আরো একটি মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।