ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

ফরিদপুর: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ফরিদপুরে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট একেএম উজ্জ্বল  হোসেন (উজ্জ্বল ) হতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর সিলেট গমন নিয়ে আপত্তিকর ছবি শেয়ার করা হয়। ব্যাঙ্গাত্মক কথাও লেখা হয় তাতে।  

বিষয়টি নিয়ে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনা নিয়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.সোহেল চৌধুরী আহাদ সম্প্রতি থানায় একটি অভিযোগ করেন।

এব্যাপারে ওসি আবু তাহের বলেন, অভিযুক্ত উজ্জ্বল হোসেনের ফেসবুক আইডি হতে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছে। এ বিষয়ে জিডি করে আদালতে তদন্ত অনুমতি চাওয়া হয়। তদন্তে আসামির অপরাধ সত্য বলে প্রতীয়মান হয়। বিষয়টি আদালতে দাখিল করা হয়। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।