ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদকবাহী গাড়ির ধাক্কায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
মাদকবাহী গাড়ির ধাক্কায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩ 

মাগুরা: মাগুরায় ফেনসিডিলবাহী পিকআপের ধাক্কায় র‌্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় সদর উপজেলার সাইত্রিশ এলাকায় হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিতরা হলেন- র‌্যাব সদস্য আনিচুর রহমান ও ওমর ফারুক। নিহত অপরজন ফেনসিডিল বহনকারী পিকআপ ভ্যানের চালক। তার নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  লিয়াকত আলী জানান, কোটচাঁদপুর থেকে একটি পিকআপ ভ্যান বিপুল ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ভোরে ওই পিকআপ ভ্যানটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করে। পরে মাগুরা সদরের আলমখালী সাইত্রিশ নামক এলাকায় এসে র‌্যাবের গাড়িটি ফেনসিডিলবাহী গাড়িকে অতিক্রম করে। এ সময় ফেনসিডিলবাহী গাড়িটি র‌্যাবের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনিচুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত হন। এতে গুরুতর আহত হন আরেক র‌্যাব সদস্য ওমর ফারুক ও নাজমুল এবং ফেনসিডিলবাহী গাড়ির চালক।  এ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়। আহত নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি  বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম হক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।