ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নয়াপল্টনে নেই বিএনপি নেতাকর্মীদের আনাগোনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
নয়াপল্টনে নেই বিএনপি নেতাকর্মীদের আনাগোনা

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে গত দুইদিনের থমথমে পরিস্থিতির পরে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীদের আনাগোনা দেখা যায়নি।

নয়াপল্টন, কাকরাইল মোড়, পল্টন মোড়, ফকিরাপুল মোড় পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে।

পুলিশের সরব উপস্থিতির কারণে এসব এলাকায় কোনো নেতাকর্মীর দেখা মেলেনি।

শুক্রবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়, কাকরাইল মোড় ও পার্শ্ববর্তী এলাকায় এ পরিস্থিতি দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষও রাস্তায় বের হয়নি। রাস্তায় অল্পকিছু বাস ও রিকশা চলাচল করছে। তবে গণপরিবহনে কোনো ভিড় নেই।

বাংলাদেশ সময়: ১০২৪, ডিসেম্বর ৯, ২০২২ 
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।