ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে মহিলা আওয়ামী লীগ।

শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জোৎস্না আরার নেতৃত্বে মিছিলে অংশ নেন যুগ্ম সম্পাদক সুলেখা দাশ, মমতাজ খাতুন মিরা, রুমা রানি, সাংগঠনিক সম্পাদাক সোনিয়া পারভিন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ।

এসময় জামায়াত-বিএনপির নৈরাজ্য ও মিথ্যাচার করছে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।