ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছাগল তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন যুবক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ছাগল তাড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন যুবক   ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে মো. স্বাধীন (২৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নাচোলের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্বাধীন গোলাবাড়ি মহল্লার মো. দুরুল খোদার ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনে থেকে ছাগল আনতে গেলে কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

এ বিষয়ে কসবা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে স্বাধীনের ছাগল রেললাইনের পাশে ঘাস খাচ্ছিল। একপর্যায়ে ছাগল রেললাইনের কাছে চলে যায়। এসময় রহনপুর থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এলে স্বাধীন ছাগল তাড়াতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

পরে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হলে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।