ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন 

লালমনিরহাট: লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন আলিফা আক্তার (১৮) নামে এক তরুণী।

তরুণী আলিফা আক্তার উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজিজার রহমান ওরেফে পঁচা কদুর মিয়ার ছেলে উৎস আলমের (২২) বাড়িতে অনশনে করছেন।

ঘটনার পর থেকে প্রেমিক উৎস আলম পলাতক।

স্থানীয়রা জানান, প্রেমিক উৎসব আলম নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালাসী চাপানি এলাকার মজিদুল ইসলামের মেয়ে আলিফা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এ সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে একাধিক স্থানে একাধিকবার দৈহিক ভাবে মেলামেশা করেন। প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে আজ নয় কাল বলে বিলম্ব করেন প্রেমিক উৎস আলম।

হঠাৎ প্রেমিকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন উৎস আলম। এ কারণে বিয়ের দাবিতে গত ৫ ডিসেম্বর থেকে উৎস আলমের বাড়ির উঠেন অনশনে আলিফা আক্তার। এ খবরে বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক উৎস আলম। টানা ৫ দিন ধরে ওই বাড়িতে অনশন করছেন প্রেমিকা।

ভুক্তভোগী তরুণী বলেন, উৎসব আলমের সাথে আমার এক বছর ধরে প্রেমের সম্পর্ক। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে কয়েকবার দৈহিক মেলামেশা করেন। বিয়ের চাপ দিলে সে বিভিন্নভাবে টালবাহানা করেন। আমি তার বাড়িতে এসেছি তাকেই বিয়ে করব। এর মধ্যে গত পাঁচ দিন ধরে উৎসব আলমের বাড়িতে আছি। বাড়ির বাহিরে যেতে দেয় না ঘরে আটকে রাখেন উৎসবের বড় ভাই লেবু মিয়া।

এ বিষয়ে সংঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামসুল আলম বলেন, গত পাঁচ দিন ধরে একটি মেয়ে আমার ওয়ার্ডের বিয়ের দাবিতে উৎসবের বাড়িতে অবস্থান করছেন বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের সাথে বৈঠক করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।