ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি

ফের সভাপতি কামাল, সম্পাদক রতন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ফের সভাপতি কামাল, সম্পাদক রতন 

শরীয়তপুর: ফের শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, আনোয়ার কামাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ নুরুল আমীন রতন।  

শনিবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত হন তারা।

 

সম্মেলনে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা আব্দুর রব মুন্সী।  

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।  

প্রধান বক্তা ছিলেন, সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।  

বিশেষ অতিথি, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি আলী আসগর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, আলহাজ্ব মো. হারুন অর রশিদ, কামাল উদ্দীন, জিএম নুরুল হক ও মো রফিকুল ইসলাম।  

প্রসঙ্গত, আনোয়ার কামাল এবার দ্বিতীয়বারের মতো সভাপতি ও শেখ নুরুল আমীন রতন তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।