ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় শাহ আলম চঞ্চল (৪০) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রবিন নামে আরও একজন।

 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল জেলার মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি আহত রবিনের সম্পর্কে দুলাভাই।  

স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চাপরাইল এলাকা থেকে মোটরসাইকেলে দুলাভাই চঞ্চল ও শ্যালক রবিন কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চঞ্চল নিহত হন। আর গুরুতর আহতাবস্থায় রবিনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাবিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহত চঞ্চলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।