ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ আর নেই বদরুল ইসলাম মাসুদ

বান্দরবান: দৈনিক আজকের পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু’র ছোট ভাই সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়ায় মনিরুল ইসলাম মনু’র বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বদরুল ইসলাম মাসুদ হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বড় ভাই মনিরুল ইসলাম মনুসহ কয়েকজন সহকর্মী মিলে তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। এ সময় চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে বান্দরবানের সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার অম্বর নগর এলাকায় তার গ্রামের বাড়ি এবং তার স্ত্রী ও দুই সন্তান বর্তমানে চট্টগ্রামে বসবাস করছেন, আর চাকরির সুবাধে তিনি বান্দরবানে বসবাস করছিলেন।

রোববার (১১ ডিসেম্বর) জোহরের নামাজের পর বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।