ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ের রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লিটু-আসাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
ঠাকুরগাঁওয়ের রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লিটু-আসাদ বিজয়ীরা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমরান হোসেন।

বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম প্রধান পেয়েছেন ১৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে দ্য ডেইলি অবজারভার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল পেয়েছেন ১৮ ভোট।

কমিটির অন্য বিজয়ীরা হলেন- ২৮ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন উর রশীদ মিন্টু। ২৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল রানা সাঈদ। ১৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান। ২৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন সোহেল তানভির। ২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আব্দুল কাদের জিলানী। ২৪ ভোট পেয়ে প্রচার ও তথ্য সম্পাদক হয়েছেন আরিফুজ্জামান আরিফ। ২২ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইব্রাহীম আলম। কার্যকারী ৪ জন সদস্য হলেন-আজম রেহমান, আখতারুজ্জামান, সাইদুর রহমান, এনএম নুরুল ইসলাম।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন প্রভাষক অরুণ কুমার রায়, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান খান। মোট ভোটার সংখ্যা ৪১ জন। ভোট সম্পূর্ণ কাস্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।