ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
ফুলবাড়ীতে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ৩ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান।

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আলাদীপুর ইউনিয়নের ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জটু আলীর ছেলে পিকআপভ্যানচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপভ্যানের হেলপার আজিজুর রহমান (২৪), ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, টোমেটো বোঝাই পিকআপভ্যান নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন ওই তিনজন। রোববার ভোরে পথে উপজেলার ভিমপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক, হেলপার ও যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর শ্যামলী পরিবহনের বাসটি পালিয়ে যায়। ঘন কুয়াশা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।  

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।