ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৫৮ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
৫৮ কেজি গাঁজাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫৮ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নজরুল ইসলাম (৩২), কামাল হোসেন (৩২) ও শুকু আলী মিয়া (২৮)।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।