ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কচুয়া প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক সাইদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
কচুয়া প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক সাইদ খোন্দকার নিয়াজ ইকবাল ও কাজী সাইদুজ্জামান সাইদ

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।  

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তুষার রায় রনির সভাপতিত্বে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

 

সব সদস্যদের সম্মতিতে তৃতীয় বারের মতো খোন্দকার নিয়াজ ইকবাল সভাপতি ও কাজী সাইদুজ্জামান সাইদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া পাইক সমীর বরণ সহ-সভাপতি, শুভংকর দাস বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক, রথীন্দ্র নাথ সাহা অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তুষার কান্তি রায় রনি, সুপার্থ কুমার মণ্ডল, খান সুমন ও প্রদ্যুৎ কুমার মণ্ডল নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি ১ জানুয়ারি ২০২৩ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।