ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় রেলিংয়ে আছড়ে পড়লো পিকআপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
পদ্মা সেতুতে বাসের ধাক্কায় রেলিংয়ে আছড়ে পড়লো পিকআপ ছবি: সংগৃহীত

মাদারীপুর: পদ্মাসেতুর মাঝামাঝি স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেতুর প্রায় মাঝামাঝি স্থানে জাজিরাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মাসেতুর উত্তর থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মাসেতুর জাজিরা টোলপ্লাজাগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে পিকআপ ভ্যানটি সেতুর রেলিংয়ে গিয়ে আছড়ে পড়ে এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

পদ্মাসেতু উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, সেতুর প্রায় মাঝামাঝি স্থানে জাজিরা টোলপ্লাজাগামী একটি বাস ও ব্লক বোঝাই পিকআপের মাধ্যে এ সংঘর্ষ হয়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি।

এদিকে আহত পিকআপচালকের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। বর্তমানে সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।