ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে বিএনপির ১৮৬ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
লক্ষ্মীপুরে বিএনপির ১৮৬ নেতাকর্মীর নামে মামলা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।  

এ ঘটনায় দলটির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাবেক ছাত্রদল নেতা শাহ মো. শিব্বিরকে প্রধান আসামি করে ৩৬ জনের নামসহ আরও দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়।  

রোববার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার এলাকায় থাকা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফু আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে বলেন, কোন কারণ ছাড়াই রাতের বেলা বিএনপির সন্ত্রাসীরা আমাদের দলীয় অফিস হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে। আমাদের এক নেতাকে পিটিয়ে আহত করেছে তারা। ৩৫-৪০ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এদিকে হয়রানির উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।  

তাদের দাবি, হামলার ঘটনায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী।  

উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, আমাদের সকল নেতাকর্মীরা এখনো ঢাকাতেই আছে। কেউ এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়। তারা নিজেরা নিজেদের অফিসে হামলা চালিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীদের নামে মামলাও দিয়েছে। সিএনজি স্টেশনের চাঁদাবাজিকে কেন্দ্র করো হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ অফিসে হামলা, ভাংচুর ও একজনকে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।  

রোববার রাতে দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে। এ সময় পৌর শ্রমিকলীগ নেতা মাহফুজুর রহমান আহত হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে রামগতি থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।