ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ডায়াগনস্টিক সেন্টারসহ দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বোদা বাজারে পরিচালিত অভিযানে তাদের এ জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযানে জানা যায়, নিয়মিত অভিযানের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না রাখার দায়ে সুরমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখার দায়ে সাদিক স্টোরকে ২ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তা অধিকার আইনে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের এমন অনিয়মের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।