ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি কার্যালয় পরিদর্শনে যাবেন কর্নেল অলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
বিএনপি কার্যালয় পরিদর্শনে যাবেন কর্নেল অলি

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাবেন তিনি।

তার সঙ্গে এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে এলডিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির কার্যালয়ে যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।