টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ি রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (১২ ডিসেম্বর ) রাত পৌঁনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রেললাইনে ট্রেন চলাচল।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন মাস্টার সোহেল জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি উর্ধ্বতন কতৃৃপক্ষকে জানানো হয়েছে। মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দল আসার পর ট্রেন যোগাযোগ সচল হতে পারে। তবে কখন নাগাদ সেটি হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এফআর