ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের ব্যবসায়ী বদরুল আহসান টিটোর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন।

 

ডাকাতিকালে সশস্ত্র ডাকাতরা ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় বলে অভিযোগ।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের বৈশাখী রোডে এ ডাকাতির ঘটনা ঘটে।

ঠিকাদারি ব্যবসায়ী বদরুল আহসান টিটো জানান, রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত জানালা দিয়ে বিল্ডিং-এর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্রই ডান হাতে ছুরিকাঘাত করে আহত করে। এরপর তাকে চাদর দিয়ে পেঁচিয়ে বেঁধে একটি রুমে আটকে রেখে আলমারি ভেঙ্গে ২২ ভরি স্বর্ণালঙ্কার, পৌনে তিন লাখ টাকা ও দু’টি মোবাইল ফোন নিয়ে যায়।  

পরে ডাকাতির খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিন ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরও জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র ছিলো। বর্তমানে তার কোটালীপাড়া ও মুকসুদপুরে সড়কের কাজ চলমান থাকায় তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন।

এ ব্যাপারে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর নেয়া হচ্ছে।  

প্রসঙ্গত, জেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও দিনে দুপুরে চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ এসব ঘটনার কোনো কূল-কিণার করতে পারেনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।