ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নৌকা ফ্রন্ট গিয়ারে জয়ী হবে: মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
নৌকা ফ্রন্ট গিয়ারে জয়ী হবে: মেয়র আতিক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, যা আছে সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ারে গিয়ে আওয়ামী লীগ জয়ী হবে।

এসময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে আতিক এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। শুধু ঢাকা নয়, প্রান্তিক এলাকায়ও উন্নয়ন পৌঁছে যাচ্ছে। উন্নত অনেক দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, গণতন্ত্রের নামে যারা অরাজনৈতিক কার্যক্রম করে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

পরশ বলেন, আপনাদের হাত রক্তে রঞ্জিত। আপনারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না।

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চালনায় ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এতে প্রধান অতিথি হিসবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য রাখার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯, ডিসেম্বর ১৩, ২০২২
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।