ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে অন্তর নামে এক অটোরিকশা চালক ছুরিকাঘাতে মারা গেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ কিল্লার মূল ফটক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের ও স্থানীয়রা বলছে এটি হত্যাকাণ্ড।

নিহতের বন্ধু নাবিব জানান, অন্তর এবং তিনি ফতুল্লা মাসদাইর আল আমিন মসজিদের পাশের একটি গ্যারেজে থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতেন। অন্তর শারীরিক প্রতিবন্ধী, ছোট বেলায় রেললাইনে বসবাস করতেন। সোমবার (১২ ডিসেম্বর) অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। তিনি অন্তরের নাম ছাড়া অন্য কিছু জানেন না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহতের শরীরে ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। হত্যাকারী শনাক্তে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।