ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
রূপগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন রূপগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ এলাকায় বের হওয়া র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ, ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, মুক্তিযোদ্ধা  বোরহান উদ্দিন, তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক, সায়েদ আলী, সিরাজ মিয়া, আবুল হাশেমসহ আরও অনেকে।

১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে রাজধানী ঢাকার কোলঘেঁষা রূপগঞ্জ হানাদার মুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা অভিমুখে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় রূপগঞ্জ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।