ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবি

ময়মনসিংহ:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।   

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তাণ্ডবের কঠোর সমালোচনা করেন তারা।

এ ঘটনায় নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় নগরীর নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি।  

এর আগে নগরীর বাগানবাড়ি ও ফায়ার সার্ভিস রোড এলাকা থেকে পৃথক পৃথক দুটি মিছিল নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।  

এসময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, একেএম মাহাবুবুল আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমূখ।  

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ‍্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে র‍্যাব পুলিশবাহিনীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব‍্যবহার করছে। অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারদের মুক্তি না দিলে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।  


বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।