ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাবিনা গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাবিনা গ্রেফতার 

ঢাকা: খুলনার রূপসা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবিনা বেগমকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৩- এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

 

তিনি জানান, সোমবার (১২ ডিসেম্বর) রাতে খুলনার রূপসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার সাবিনা রামপাল থানার ২০১৬ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আদালত ২০২১ সালের ৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করেন। মূলত সাবিনার নামে মামলা হওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।