ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী সফিকুল ইসলাম (৬৫) নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়ায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সফিকুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, সফিকুল দুপুরে বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে করে কৃষিপণ্য আনতে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে তিস্তাপাড়ায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কা তিনি ইজিবাইক থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর পরই ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় জব্দ করে চিলাহাটি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।