ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল খামারবাড়ি বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল খামারবাড়ি বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে খামারবাড়ি বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নবনিযুক্ত কমিটি।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্প অর্পণ ও শপথ গ্রহণ করে নতুন কমিটি।


 
শপথ গ্রহণ শেষে খামারবাড়ি বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, আমরা সবাই বঙ্গবন্ধু সৈনিক। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে আমরা কাজ করে যাব। আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন, মো. রফিকুল ইসলাম, সঞ্জিত কুমার ভৌমিক, মো. তোরাব আলী, মো. লুৎফর রহমান; সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির লিটন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মতিন, সহ-সম্পাদক মো. আব্দুস সালাম, মার্জিনা খানম, সংগঠনিক সম্পাদক মো. শেখ ফরিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রীনা আক্তার, মো. আলমগীর, নাইম সরকার, দপ্তর সম্পাদক আবুবকর মাতুব্বর, সহ-দপ্তর সম্পাদক মো. মাহিন ইসলাম, অর্থ সম্পাদক মো. নাজমূল হুদা, প্রচার সম্পাদক মো. রুবেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. জয়নাল আবেদীন, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুস সাত্তার, শিল্প ও সাংস্কৃতিক সহ-সম্পাদক মো. বুলবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।