ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
ভাঙ্গায় বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে নাঈম ফকিরকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-৮।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোররাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাঈম ফকিরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আনা হয়।

এদিন বিকেলে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, গত ১০ ডিসেম্বর দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের বাসিন্দা কিবরিয়া ফকিরকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে নাঈম ফকির। হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে যায় সে।

শহিদুল ইসলাম জানান, ফরিদপুর র‌্যাব ক্যাম্প পিতার হত্যাকারী ছেলে নাঈমকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম ফকিরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার নাঈমকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, হত্যার ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়া ফকিরের ভাই মো. দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাবাকে কুপিয়ে হত্যার পর থেকেই ছেলে নাঈম পলাতক ছিলো। সাভার থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাবের একটি দল।  

বুধবার (১৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।