ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

রংপুর: রংপুরে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের ফটকের সামনে এ কর্মসূচি পালন করে দলটি।

দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের গলি থেকে মিছিল নিয়ে মূল সড়কে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেন। পরে পুলিশি বাধার মুখে কার্যালয়ে মূল ফটকের সামনে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।  

প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট একরামুল হক, নাজমুল আলম নাজু, সামসুজ্জোহা সাজু, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, আব্দুল খালেক, শাহ নেওয়াজ লাবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে নেতা-কর্মীদের হত্যা করছে। বিএনপির শীর্ষ নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পুলিশ দলীয় কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করেছে। রাজনৈতিক দলের আন্দোলন-সংগ্রাম দমনে এই ধরনের কর্মকাণ্ড লজ্জার ও সংবিধান বিরোধী।  

বিএনপি নেতারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক মামলা, হামলা ও দমন নিপীড়নের মাধ্যমে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, মহানগর জাসাসের আহ্বায়ক হারুন অর রশিদ হারুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।